রবিবার, ১ মার্চ, ২০১৫

অনুপম দাশশর্মা



উল্টে গেলা 
অনুপম দাশশর্মা


বদলে যাচ্ছে রেটিনার দুনিয়া
গভীরতার দ্রুত পতন
খুশীর শরীর জঘন্য ফালা ফালা
গোছাচ্ছে যে যার মতন'

এক ঝলকে নিক্তি মেপে নেওয়া
আপডেটেড টাচ স্ক্রীন
কিট কাট কিংবা ও.এস. ললিপপ
হাই স্পীড ঘোড়ার ডিম'

এমনটাই বুঝি আত্মার টান
অনুভূতির র‍্যাম ক্লীয়ার
হটস্পটে এল নতুন ব্রীফকেস
বদলেছে সেমসাইড 'ডিয়ার'

অভিমান সব রেকর্ডেড এক্সেলে
ভবিষ্যত্বের ডিভিডেন্ড
কৃতজ্ঞতা থাক অভিধানে শুয়ে
সততা মেন্টাল পেশেন্ট

ভার্চূয়ালের এই নতুন ফর্মূলায়
ওয়াই-ফাই জোন খালি
মেধার ঘনালে মেঘ ফেরার ইচ্ছায়
ডেকে নিও বিবেকের মালী!




এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন