মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

দ্বীপ সরকার



সেও আমার কবিতা
দ্বীপ সরকার




দুঃখ সলিলে ভাসতে ভাসতে
নিরঙ্কুশ জয়ী হও তীরে,
আর মেহনতি শ্রমের ঘাম
অহংকারে মুছে ফেলো অকপটে
সেও আমার কবিতা।

চৈত্রের পিঠে চড়ে
এই তো একটা চিলেকোঠা রোদ
সহস্র কষ্ট রেখে চলে গেলো
সেও আমার কবিতা।

যে দুঃখিনী মায়ালতা
ভালোবাসাকে করেছিলো আপন
গোপনে দুঃখজলে মিশে গেলো,
সেও আপাতত কবিতা।

প্রেম যাকে ছুঁতে চায়
নিরন্তর এড়িয়ে চলার কৌশলে
অদ্ভুৎ ব্যাকরণের চোখ খুলে যায়
এটাকেও ইদানিং কবিতাই
বলতে চাই, বলবোই।

কবিতাকে কবিতার মত করে
গড়ে তুলেতে পারিনা
কাদামাটি জলে লেপ্টে যায়, ভেস্তে যায়,
কবিতা তেমন হয়ে না উঠলেও
হচ্ছে তো জনম জনম।











এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন