বুধবার, ১ জুন, ২০১৬

অনুপ দেবনাথ



বকুলকথা
অনুপ দেবনাথ



ঐ ছায়ে বসেছিলে তুমি,
এই ঘাসে রেখেছিলে হাত ।
এ খানেই তো প্রথম দেখা,
হাতে রাখা হাত ।


এ পথেই হেঁটে যেতে তুমি,
গাছ থেকে কেড়ে নিতে ফুল ।
সেই ফুল আজো ঝরে জানো,
সুরভিত শুভ্র বকুল ।

বকুল বিছানো সে পথে,
যখনই হেঁটে হেঁটে যাই ।
শুনি বকুলের প্রশ্ন আকুল ,
নাই ; সাথে নাই ?

সময়ের সাথে তুমি আমি,
দূর থেকে আরো ,দূরে সরে যাই ।
জাগে শুধু বকুলের প্রশ্ন আকুল,
নাই ; সাথে নাই ?













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন