বুধবার, ১ জুন, ২০১৬

অরূপ গোস্বামী


হামার রবি ঠাকুর
অরূপ গোস্বামী




হামার রবি ঠাকুর ?

দেখবি যা তুই লিড়ন দিছে
শিমুলটাঁড়ের বাইদে
বাস্যাম লিয়ে দৈড়াছি তাই
ছিল্যা ঘরে কান্দে ।
বিহন বেলায় ঘরকে ঘুরে
সিনান খাওয়া সাইরে
বাঁধব্যে বস্যে ঝুমুর টুসু
গাইবে গলা ফাইড়্যে ।

হামার রবি ঠাকুর ?

কৈলা খাদে গাইত্যের ঘায়ে
ভাঙছ্যে কালা পাথর
জীবন মরণ রাখছ্যে বাজি
আশ্বিন থাক্যে ভাদর ।
ঝান্ডা উঢ়ায় লড়াই করে
গায় জিহাদী গান
রক্ত চুষা করত্যে নিকাষ
টাঙির ফলায় শান ।

হামার রবি ঠাকুর ?

ঝুপড়ি ঘরে লমফ আলয়
লিখছ্যে বস্যে পইদ্দ
নাইবা থাকুক মানে মাথা
নাইবা বলুক ভদ্দ ।
ভট কাগজের উল্টা দিকে
সময় দিছে ফাঁকি
খঁকরা পেটে ছুটছ্যে চুঁহা
সকাল কত বাকি ?










এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন