বুধবার, ১ জুন, ২০১৬

সায়ন্তনী বসু চৌধুরী



ছাপ
সায়ন্তনী বসু চৌধুরী


সিঁড়িগুলো ঠিক পেরোব......
কিন্তু পায়ে পায়ে
ওৎপাতা ফণা; তাই
কালোটা একটু বাড়তেই
অামি খপ করে পেড়ে এনেছি
গোটা চাঁদ.......
অামি সাহস করে
স্তন ঢেকেছি সাদা
অালোয়ানে.....
দাগ লাগাবি ?
অায় এক সমুদ্র
বিষাক্ত লাল অার শান্ দেওয়া
কুঠার নিয়ে ......
হারের ভয় তো নেই !
রক্ত শুকোলেই কালশিটে;
মুছলেও যাবে না |
মরি যদি ;ছাপই জেগে থাকবে
সিঁড়িতে....... রক্ত অার পায়ের ........













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন