পরিবার
মোহাম্মদ জাহিদুল ইসলাম
দমবন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে দুদ্দাড় দৌড়োচ্ছি
মাঠের পর মাঠ বনের পর বন
দ্রুতলয়ে বের হয়ে পড়তে হবে আমাকে
এই বদ্ধ জঙ্গল থেকে
যেখানে অবিশ্বাস আর হিংসার সাম্রাজ্য
ধীরে ধীরে কুঁড়ে খেয়েছে বিশাল গণতন্ত্রকে
এবং সামনে মুখ থুবড়ে
পড়ে আছে ভালবাসার শ্বাসমূল
এখন সমস্তটা মনে হয়
যুগ যুগ ধরে নিপুণ হাতে গড়া দু'পয়সার মেকি হাওয়াই মিঠাই
ঘর ছেড়ে আমি পালাচ্ছি, আটকা পড়ে যাচ্ছি এবং পরে ব্যর্থতার অঢেল পাহাড় নিয়ে উড়ে যাচ্ছি...
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন