বুধবার, ১ জুন, ২০১৬

সীমান্ত হেলাল




শান্তিপ্রিয় মোমপুতুল

সীমান্ত হেলাল



প্রখর রোদ্রস্নানে উন্মাতাল হয়ে আমি ছুটে গেছি

সাদা ছায়াধারী বৃক্ষের নিচে।

যতটুকু আর্দ্রতা আছে দিয়ে দিয়েছি তাকে।

বিনিময়ে একটু শান্তি চেয়েছি



সিগ্রেটের ধোঁয়ায় স্বপ্ন উড়িয়ে হাঁটতে চেয়েছি নিরুদ্দেশ

হাঁটতে হাঁটতে ফের-ফিরে এসেছি সেই পথে

যেখানে হাড়িয়েছি আনকোরা শৈশব...



আজন্ম বেহিসেবি জীবন বয়ে চলে চঞ্চল ঘরির মতো

ঘাম আর লবনে শানানো দেহ মাঝে মাঝে একটু ক্লান্তি চায়

তবু অক্লান্ত কলমের মতো চলমান আমি



প্রয়োজন মতো ব্যবহার হচ্ছি

অপ্রোয়জনে ফুড়িয়ে যাচ্ছি

বোবা কান্না-জমা হতে হতে

আমি এখন মোমপুতুল।



প্রচন্ড উত্তাপে গলে যাই

কারো বিরহের আগুনে জ্বলে যাই

জলের মতো সহজ হয়ে ব’য়ে যাই...





জন্ম থেকে জ্বলছি তাই




























এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন