বুধবার, ১ জুন, ২০১৬

স্বপন দেব




মহুলডিঙ্গার বনে…
স্বপন দেব



আবার চলে যাব মহুয়ার দেশে
আবার চলে যাব মেঘলা দিনের গন্ধে
হাঁসুয়ার মত তীব্র হাওয়া এসে
নক্ষত্রের নকাব ওড়াবে, হে অরণ্য
কথা বলো কথা বলো কথা বলো, বলে
ভ্রূ-সন্ধিতে লাল সূর্য, ডেকেছিল উপত্যকাকে ।
কেকারবে দীর্ণ করে অরণ্যের পীনদ্ধ স্তব্ধতা—
মহুলডিঙ্গার বনে এসো প্রিয় সখি, কথা হবে ।
দূরে কোথাও এখন ছুটে যাচ্ছে সম্বর হরিণ
অথবা সন্ধ্যের পর প্রকৃতিতে প্রকৃত নি:শ্বাস
এলায়িত চুলে গহন হিম রাত্রি
ছুটে চলেছে জীবন ...
ভীষণ ভীষণ জীবন ...
















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন