বুধবার, ১ জুন, ২০১৬

অদিতি চক্রবর্তী


আলোনা  আলাপন
অদিতি চক্রবর্তী



কত জন্মখরচে মৃত্যুঠিকানা করি বদল
আমারতো দু'মুঠো কেবলই সম্বল
একবার তাই পাতি টানটান
কখনো উপুড়ে দিই বাম ঢেকে ডান।
এরপর ছেঁড়া মেঘ কাছে এলে
তারার পিদিমখানি জ্বেলে
শনশন হাওয়াদের মন্ত্র পাঠাই
ধরতাই ঠিক হওয়া চাই।
সংসারে সকলেই চায়, খাবে মহাভোজ
কবিতা খাতায় ছাইপাশ লেখাগুলো রোজ
আলোনা তখন
ঠিকানা বদলে যায় পর ও আপন
কেন লিখি? কেই বা কবিতা খুঁজে পড়ে!
তির তির নদী এক বয় অন্তরে।
প্রশ্ন অমূলক জেনে
গোপন তরঙ্গ টেনে
কুমারী পাতাদের ফিসফিসে বলি
একদিন ধুমধাম বাঁধবোই গিঁঠ
কাছেপিঠে কেউ শুনে ফেলে অচকিতে
বাতাস কইতে থাকে দূয়ো দিতে দিতে,
আমায় তুমি ভাঙছো যেমন দুনিয়াদারি
গয়নাগাটি পরে আমি বাহান্নপীঠ।















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন