নিঃশ্বাস বহিছে
পলাশ কুমার পাল
বরফের পর বরফ কেটে
জীবন হাঁটছে
উঠছে...
থোক থোক বরফ বুকে।
আইসক্রিম গলে গেলে
জিভ চাটছে
তৃপ্তি,
ভাঁড় ভেঙে সে যে আইসক্রিম কিনেছে!
কাঠির গায়ে বরফ
কাপেতে বরফ
জীবন চুষতে চুষতে মৃত্যুও-
দৃশ্যের সন্ধানে কবিমন
হোঁচট খেতে খেতে তবু...
নীরবে উচ্চতা ভাঙছে
নীরবে...
বরফের পর বরফ কেটে
জীবন হাঁটছে
উঠছে...
নামলেই মৃত্যু
উঠলে জিজ্ঞাসা;
থোক থোক বরফ বুকেতে
নিঃশ্বাস আজও বহিছে...
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন