শৃঙ্গজয়
পিনাকী মণ্ডল
পাহাড় আর দিগন্তের নীলে
ছুটেছিলে শূন্যের অমোঘ আকর্ষণে,
নীল বরফ আর মৃত্যুর বিভীষিকা
তুচ্ছ ছিল সেথা।
মনে কি পরেনি বিধবা মা,
পড়ে থাকা একলা গৃহকোণ,
তার সজল- করুণ আঁখি...
বড় হ’ল শুধু শৃঙ্গ জয়ের হাথছানি ?
সারি-সারি লোক, কত নেতা-মন্ত্রী
ভিড় ক’রে আজ তোমার আঙিনা মাঝে,
কেউ বা দেয় ফুল, কেউ মালা
শান্তনার বর্ষা যেন নামে,
কি হ’বে এই বরমাল্য, পুষ্পাঞ্জলি নিয়ে
বন্দী তুমি আজ কফিনের মাঝে।
পারবে কি তুমি অশক্ত শরীরে
বৃদ্ধা মায়ের পাশে উঠে দাঁড়াতে ?
চতুর্দোলায় চড়ে কফিন বন্দী হয়ে
শুরু হয় তোমার শেষ যাত্রা,
প’রে থাকে তোমার বিধবা মা,
আর এক চিলেতে ঘরের অনন্ত অন্ধকার।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন