বুধবার, ১ জুন, ২০১৬

রণদেব দাশগুপ্ত



যদি একটু 
রণদেব দাশগুপ্ত


যদি একটু লিখি এই নড়বড়ে সেতুর কাহিনি,
যদি একটু লিখি এই ফোঁটা ফোঁটা রোদের চঞ্চল,
যদি একটু লিখি এই বৃষ্টিহীন মেঘের আলাপ-
তবে কি পৃষ্ঠা জুড়ে
ফুটে উঠবে তোমার চাওয়াটি ?


যত খুঁটিনাটি
সোহাগী প্রকল্পে ছিল
রামধনু নারীটির মুখে
তাকে তো কবিতা বলে, নাকি ?

হীরামন পাখি
যতই রূপকথা দিক
আমাদের পথের বিরাগে
সেইসব জীবনের ঝুলি ঝেড়ে
মায়াময় মার্বেলের সাদা-
আমি তার নাম রাখি
জ্যোতির্ময় হাসি ;
এইটুকু যদি লিখে রাখি ?













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন