ইচ্ছা-অনিচ্ছা
জাফর পাঠান
যায় দিন যায়- ইচ্ছাগুলি একটানে ছিঁড়ে
ডুবিয়ে দুখের অতলে কোথায় যেন ভিড়ে,
চেয়েছি যা হয়ত আছে তা ইচ্ছার ঐ নীড়ে
হয়ত ইচ্ছার কেন্দ্রবিন্দু- ঐ নীড়কে ঘিরে।
ছুঁয়ে দেখে-না দেখে চেয়েছি যা এই জীবনে
কিছু আছে ইচ্ছাধীন- কিছু অন্যের ভুবনে,
আবার কিছু না চাইলেও- আসে ইচ্ছা বিনে
ইচ্ছার ইচ্ছায় কিছু আছে- নিতে হয় কিনে।
কি চেয়েছি-কি পেয়েছি ইচ্ছা আর অনিচ্ছায়
মিলিয়ে দেখি- বেশীটুকু অনিচ্ছার ইচ্ছায়,
ঘুড়ি উড়াই আমি- নাটাই আমার কব্জায়
না দিলেও সায় কে যেন সূতা নিয়ে যায়!
ভাবি শুধু ভাবি- রহস্যের দোটানা ইচ্ছায়
বাধ্য হই কিছু করতে- ইচ্ছাহীন স্বেচ্ছায়।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন