তুই
বিদিশা সরকার
বিদিশা সরকার
একটা লাইন বলবি? বৃষ্টি নিয়ে?
কানেকশনের জন্য একটা তুই জরুরী
একটু আগে গোলাপ বলে ডাকল কে যে!
অনেকটা ঠিক তোরই মত
মিৎসুবিশি
জাগছে
পাহাড় ঘুমিয়ে পরছে
জাগছে আবার
আমিই যেমন থামাই গাড়ি
আমিই গিয়ার --
খাদের ধারে দাঁড়িয়ে থাকা শুভমিতার
গান শোনাবি
কয়েকটা লাইন সুর বসিয়ে
জাগছে আবার
আমিই যেমন থামাই গাড়ি
আমিই গিয়ার --
খাদের ধারে দাঁড়িয়ে থাকা শুভমিতার
গান শোনাবি
কয়েকটা লাইন সুর বসিয়ে
আসছে
না রে একটা বিন্দু, একটা স্বর্গ
ভিজছি এতো
যেমন তুই ও চেয়েছিলি
ভাগাভাগির চায়ের মধ্যে উষ্ণতাকে
জুড়িয়ে দিচ্ছে, একটা দরজা
হাজার চাবি
ভিজছি এতো
যেমন তুই ও চেয়েছিলি
ভাগাভাগির চায়ের মধ্যে উষ্ণতাকে
জুড়িয়ে দিচ্ছে, একটা দরজা
হাজার চাবি
একটা
ফোকাস, একটা হর্নে ভিজছে না তো
জানলাগুলো খুলছে শুধু
ফিরলি ঘরে
জানলাগুলো খুলছে শুধু
ফিরলি ঘরে
তবুও
যদি সময় করে একটু পারিস
একটা ভাঙা মালগাড়ির-ই লাইন নাহয়...
একটা ভাঙা মালগাড়ির-ই লাইন নাহয়...
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন