শুক্রবার, ১ মে, ২০১৫

জয়া চৌধুরী


ভোরে চায়ের কাপটা...
জয়া চৌধুরী



ভোরে চায়ের কাপটা জানলার আলসেতে রেখে তাকালাম
তোমার ঘুম চোখ ঘুম গন্ধ ঘুম নরম দেখতে দেখতে মনে হল...
কাল বড্ড রাগ করেছিলাম
আমাকে বুকের মধ্যে ঘনিয়ে আসতে উদ্যত তোমাকে
তর্কে শব্দে তছনছ করেছি আমি
কাল আমায় ছুঁতে দিই নি তোমায়
মনে হল-
আজ ভোরের শান্তয় তোমায় প্রসাধন করে দিই তবে-
প্রথমে জিভ দিয়ে কাজল এঁকে দিলাম তোমার চোখে
তারপর চুম্বনে কুমকুমে আবীরে রাঙালাম
এক এক করে ওষ্ঠ তিল যোনি... আরও আরও গভীরে
সুগন্ধে ডুবে যেতে যেতে শুনলাম তুমি বলছ-
এত দেরী হলো আসতে?









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন