শুক্রবার, ১ মে, ২০১৫

তন্ময় গুপ্ত


নিশা-মা
তন্ময় গুপ্ত



আজ সকালে ভোরের আকাশ আমায় কেন ডাকল না ?
নতুন ফুলের মধুর সুবাস আমার সাথে থাকল না !
উদার নিশা তোমার আঁচল ছড়িয়ে দিলে চোখের আগে,
সতর্কতার দৃষ্টি তোমারশ্রান্ত আমার রোদ না লাগে!
আমি তখন ছোট্ট শিশু কপোল ভরে তোমার চুমা
স্নেহের পরশ সকল মনন বললে আরও একটু ঘুমা।
বললে রুক্ষ কঠিন পথে চলতে হবে জীবন ভরে
যুদ্ধ শেষে জয়ীর বেশে আসবি ফিরে মাতৃক্রোড়ে।
নিঠুর আঘাত ঘাত প্রতিঘাত শরীর মনের হাজার ক্ষত,
মাতৃহৃদয় জুড়িয়ে দেবে শ্লেষ অপমান ব্যঙ্গ যত।
ধৈর্য –যুদ্ধ জয়ের মন্ত্র দেখিয়ে দিলে সেই দিশা।
মাসকল ক্লান্তি সংহারিণী তুমি আমার সেই নিশা-মা।










এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন