শুক্রবার, ১ মে, ২০১৫

সুপ্রভাত লাহিড়ী

আমার যখন কান্না পায়.....
সুপ্রভাত লাহিড়ী



আমার যখন কান্না পায়
লেখার টেবিল হাতছানি দেয়,
কলমখানা মুখিয়ে ওঠে
সাদা কাগজ বুক পেতে দেয়,
সব কান্না ঠিক শুষে নেয়।

আমার যখন কান্না পায়
মনটা তখন একমুখী হয়,
কলম করে দামালপনা,
সহৃ করে কাগজখানা
লেখার টেবিল নিঝুম রয়।

আমার যখন কান্না পায়
কান্না পায়, আর কান্না পায়,
রাত ও তখন গভীর হয়,
ভগ্ন বুক মুখ গুঁজে দেয়,
লেখার টেবিলটায়,
স্পর্শকাতর কাঁদুনিদের শেষ আশ্রয়।










এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন