শুক্রবার, ১ মে, ২০১৫

রত্নদীপা দে ঘোষ


হাত
রত্নদীপা দে ঘোষ



ঘুম খোলার পরে
ঠিক এইরকমই চোখ হয়ে থাকি
আমার চোখ পান করো তুমি
তোমার চোখ অনবরত
দৃষ্টি লুকিয়ে রাখি

পৃথিবীর শ্বাস শুঁকে মুক্তি নিই
অন্ধকার ভাগ হতে হতে বেড়েছে
রসাধার , ভাসমান কণা
আদরের নাম যদি মৃত্যু হয়
সেই মৃত্যু চেয়েছি প্রবাহ সমেত
একশত একাধিক বার

তর্জনী তুলো না মেঘ
ঝড় বৃষ্টি হাওয়াঅফিস, করুণ
গৃহের সমুদ্র বরং ভ্রূকুটি কর
যেভাবে চোখ ফোটে ভীরু বাতাসের
পাহাড় ওড়ে দু মুঠো প্রজাপতির গন্ধে
যেভাবে অর্সগাজমের সময়ে
আমরা একে ওপরের পিঠে
হাত রাখি













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন