শুক্রবার, ১ মে, ২০১৫

অনিন্দ্য মুখোপাধ্যায়

কৃষ্ণকলি র প্রেম
অনিন্দ্য মুখোপাধ্যায়



চোখের পাতায় এ কার প্রতিচ্ছবি!
বুকের ভেতর এ কার ছোঁয়া লাগে?
এ কোন নেশায় জড়িয়ে পড়েছি আমি,
এমন তর হয়নি কেন আগে!!
মাথার কাছে তুমি কি এলে প্রিয়?
বুলিয়ে দিলে তোমার চেনা হাত,
এ সুখ পেলে প্রহর জাগতে পারি,
জীবনভর এমনি সারারাত।
সেই যে তোমার শরীর শরীর ক্ষুধা,
সেই যে তোমার এক পৃথিবী কাম,
কোথায় গেল, বলোনা প্রিয়তম,
কোথায় সে সব, বলোনা ঘনশ্যাম!?!
এত দিনের পরে কি পড়ল মনে
মুখপুড়ি এই কালোমেয়েটার কথা,
কি হল সিরাজ, কি হল প্রিয় সাঁই
প্রেমের সময় কেন এই নিরবতা?
মনের মানুষ তোমায় করেছি কবে(ই)
তুমি তো তখন চেয়েছ শুধু কাম,
আমি পূজারিণী তুমিই আমার সব-
কখনো আল্লাহ্‌, কখনো ঘনশ্যাম।






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন