শুক্রবার, ১ মে, ২০১৫

স্বপন দেব

মহাপ্রস্থান
স্বপন দেব



অবহেলা পেলেসরে যাবো নিঃশব্দে
রণক্ষেত্র ছেড়ে ঘরে ফিরে যাবো।
দূরে সরে গেছে নদী---স্বপ্ন মনে হয়
পূর্ণিমায় পূর্ণিমায় জোয়ারের গান।
কপালভ্রূ এর ভঙ্গি মনে আছে
রোজকার সহাস্য সম্ভাষ
মনে হলে চোখে জল
বুক জুড়ে আসে অট্টহাস 
অরণ্যের কাছে মোক্ষের মন্ত্র চাইতেই
সে এসেছিলকিন্তু অঞ্জলিবদ্ধ না হতেই
তার বাকরোধ করে দেওয়া হল !
সে কিছুই চাইতে পারেনি।
তুই থেকে আপনিতে নেমে এসে )
মন্তর দেন ---
রামকিঙ্কর বাবু !! চলুনযাবেন ?
আমিও এয়ার নিইভীষণ নবাবি
হাই তুলে বলি –দেখি ,

ভাবি......









এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন