একটা মেঘের গল্প
সপ্তর্ষি মাজি
কাল মেঘ ভাঙ্গা বৃষ্টিতে তোমায়
ভিজতে দেখে
রোদ উঠল অনেকদিন পর;
তুমি ভিজছিলে তেতলায়,
আমি ছিলাম জানলায় বসে।
দেখতে দেখতে বদলে গেল পুরোটা
শহর,-
মন্ত্রমুগ্ধের মত থেমে গেল ভিড়
আর ব্যস্ততা,
থমকে গেল ট্রাফিক,
তখন শুধু তোমার চুল ছুঁয়ে পড়া
জলে
প্লাবন নামলো শহরের বুকে।
দেখতে দেখতে বদলে গেল পুরোটা
আকাশ,-
সমস্ত মেঘ এসে ভিড় করলো তোমার
চুলে।
তুমি ভিজতে ভিজতে হয়ে গেলে কংসাবতী-ময়ুরাক্ষী,
তারপর কূলের পর কূল ভেঙে
তুমি এগিয়ে আসতে থাকলে আমার
দিকে।
আমি যত বলি আমি সাঁতার জানিনা,
তুমি তত ভাসিয়ে দিলে আমায়।
ঢেউয়ের পর ঢেউয়ে ভাসিয়ে দিলে
আমার কাগজের নৌকো,
ডায়েরির পাতা, পড়ার টেবিল সব...
আজ সকাল থেকে আবার তোমার জানলা
বন্ধ,
আজ আবার মেঘ জমছে শহরের বুকে...
এবং একুশ
great poem!!! carry on, scientist!
উত্তরমুছুন