শুক্রবার, ১ মে, ২০১৫

ইন্দ্রাণী সরকার


স্পর্শ
ইন্দ্রাণী সরকার



স্পর্শ লেগে আছে সর্বাঙ্গে
বিগত জন্ম থেকে জন্মান্তর
ঠোঁটের ছোঁয়ায় নাম লেখো
চিরদিনের কুসুমবালিকা
শব্দ গুলো ছুঁয়ে ছুঁয়ে যায়
অতন্দ্র স্মৃতির মনিকোঠায়
কাছে না থেকেও থেকে যাও

শুধু আমারই  চিরসখা











এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন