বুধবার, ১ জুলাই, ২০১৫

সুতপা সেন অধিকারী

ইচ্ছা মৃত্যু
সুতপা সেন অধিকারী



উঠোন ভরা বৃষ্টির জলে নৌকা ভাসানী
অহেতুক কল্পনা বিলাস মেতে ওঠে ইনবক্স
রোজকার ছুঁয়ে দেখার প্রবল আকাঙ্ক্ষা খেলা
হঠাৎ চুমুক চুমুক ছোবল দিশাহারা পিটুইটারি
নোনতা স্বাদে করণিযা প্রশ্ন করে এখানেই কি সীমাবদ্ধ আমাদের সব স্বপ্ন?
জিরাফের সমতুল হয়ে ওঠে রক্ত চাপ
একটা শব্দ ছিটকে ওঠে ছিছিঃ
তারপর বিশাল নিস্তব্ধতা,
হিমাঙ্কেরর নিচে নামতে থাকে সাহসের পারদ
বুক বাঁধার জায়গাটা কেমন যেন হালকা বোধ
ফ্রেন্ডলিস্টে ঢুঁ মেরে জানা যায় মৌমাছি স্বভাব মতো চাক বেঁধেছে অন্য ডালে

এবার শুধু মৃত্যু গান






এবং একুশ

1 টি মন্তব্য: