নাব্যতা
মধুছন্দা
মিত্র ঘোষ
অসম্ভব এক নদীকোলাহল
আমি ঢেকে নিচ্ছি
মায়াকাজলে
অজস্র বৃষ্টিবিকেল
চেয়ে
কৌশলে ভাসিয়ে রেখেছি
নাব্য কথা মালা
সমস্তটাই প্রাতিভাষিক
যেভাবে পানসি-তে ভেসে
খুঁজে চলি অচেনা
বন্দর
অথৈ নদীর সঙ্গোপনে
কাগজের নৌকা গুলো
এল বিকেল কুড়োতে
এ নদী নাব্যতা জানে খুব...
এবং একুশ
Besh laglo
উত্তরমুছুন