মন
তাপসকিরণ রায়
মন,
খোলসের পরতে পরতে,
খুঁজে পাবার সময়গুলি শুধু ব্যর্থতার
শেষ নেই কোথাও--
অপেক্ষা,
তন্দ্রাগুলি চৈতন্য উৎসে নড়ে ওঠে--
দরজা খোলার প্রবণতা,
নতুন মুখের বাকলগুলি অকস্মাৎ
ঠোঁট ছোঁয়া নেমে আসে জলের নিয়মে
কিছু কিছু অধোগামী চরিত্রের দিকে তাকিয়ে থাকা,
ওপরে, ঢাকা মুখের আদল ফাঁকে
উঁকি দিয়ে কতবার চমকে উঠেছ জীবন!
হঠাৎ নদী আমার বুকে, বুকের নদীতে আমার ঘরের ভিত,
কার ছত্রবাস ধ্বসে যায়! কিছু অনুসন্ধিৎসা মনের তাপ,
খুঁজে ফেরে মাঝের হারিয়ে যাওয়া আসপাশ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন