বোধ
কৌশিক গাঙ্গুলি
আমার পৃথিবীতে দেখি
অন্যায়ের জয় - জয়কার,
কুঁকড়ে যাওয়া বিবেক আর বোধ,
খুন হয়ে যাওয়া সততা, ভুল বোঝা প্রেমিকা,
হারিয়ে যাওয়া ক্রোধ, কান্না আসে দমকে দমকে,
সব ভুল হয়ে যায় তবু একমাত্র কবিতারা,
শব্দরা জ্বলে ওঠে, সে বিবেককে বলে ভয় নয় লড়া,
মৃত্যু আমাদের হারাতে পারবে না,
বোধকে সে জাগিয়ে রাখে আর চেতনাকে হাতিয়ার করে এই অসময়ে ..... ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন