ক্রমশ সময়
পলাশ কুমার পাল
ক্রমশ সময়...
দহনের পরে বর্ষার স্রোতে ঋতু পরিবর্তন,
ভেঙে যাওয়ার পর অবশেষ সত্কারের অপেক্ষায়:
চিতা নয়, তবু হেমন্তের নদী জলহীন-
ধীরে ধীরে কুয়াশা কেটে গেলে
শীতের চাদর সরিয়ে শরীরী রোমকূপে রোদ্দুরের স্বাদ
ক্রমশ মিস্টি হয়...
বসন্ত সমাপনে যজ্ঞে আহুত বেলপাতা:
মন্ত্রপাঠের পর ছাই-
পাথরে পাথরে জলের ঋতুচক্র
সুখ;
জীবন সময়ের প্রবাহে...
শেষ ঠিকানা জানা নেই।
এবং একুশ
ভালো
উত্তরমুছুন