দ্বিধা নয়
সুরঙ্গমা ভট্টাচার্য
সংশয় রেখো না।
যাবে,
যেও তবে।
বেদুইন-
শব্দের হাত ধরে
হনন পথে
শীতল ঘাসের চাদরে
শ্বাস,
কিচির মিচির
নীরবতা,
মোরগ ঝুটি সকাল
কিচ্ছু আবেদন
রাখবে না।
তোমার শাবক দুপুর
ভুল ঠিক যোগফল
আজানিয়া সাঁঝ
গ্রীবায় উল্কি আঁক
জেব্রা ক্রসিং
কিচ্ছু না
তোমার কাজের মাঝে
স্বপ্নে
ভাবনায়
যদি চলে আসি ঘুরে ফিরেও
অপঘাতে আঘাতে
খুব জোরে
ফুঁ
দিয়ে
ইচ্ছে উড়িয়ে দিও
দেখো
ছিলার টানে
গোপনীয়তা ভাংগবে না
দেখো তুমি
ভেতরটায়
বড্ড ক্ষয়
মূল স্রোত
বড়
অসহায়
বিমোহিত হতে হতে
বিমোহিত হতে হতে
ক্রমশ
নিস্তব্ধ চরিত্র হয়ে উঠব আমি
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন