প্ল্যাটফর্মটা ডাকছে আমায়
পলাশ কুমার পাল
প্ল্যাটফর্মটা ডাকছে আমায়
ডাকছে ঐ রেলপথ-
বিকেল মানেই স্বপ্ন খোঁজে
তোর বাড়ি তোর গলিপথ!
হাজার ভিড়ের যাওয়া-আসা
তুই যে তখন একলা মন;
রেল ছুটে যায়, আমিও ছুটি
যতদূর যায় দু-নয়ন-
রেলপথটা বড্ড মায়া
সূর্য যখন যায় রে ঢলে;
সত্যি বলছি বুকের মাঝে
সিগারেটেও আগুন জ্বলে...
কফিতে তোর সেদিন ঠোঁট
নান্দিকতার কত কথা;
একলা ক্ষণে মেঘলা দিনে
প্ল্যাটফর্মে সে কাব্যগাঁথা।
পাঠ করি তোর সকল কিছু
যতটা ছুঁয়েছি তোকে;
প্ল্যাটফর্মেতে মিলব কখনো
দুই চুমুক একই কাপে?
কফিতে আজ উঠছে ধোঁয়া
বারান্দাটা বড্ড ভিজে;
প্ল্যাটফর্মটা ডাকছে রে আজ-
আসবে কি তুই বঁধু সেজে?
বিকেল মানেই রেলপথ ঐ
নিরুদ্দেশে হারিয়ে যাওয়া,
ভিড়ের মাঝে গল্পকথায়
তোকে মনে অনেক পাওয়া!
ছুটছি তাই ছুটছি আজও
হাঁটছি ঐ স্টেশন পথে...
তোর গলিতে তুই রিক্সা ধরিস
আসিস ক্ষণেক বঁধু বেশে!
হারিয়ে যাব ট্রেনের মতো
সমান্তরাল অচীনপথে-
রিক্ততা সব যাব ভুলে
ভালোবাসার আতুরেতে!
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন