অনন্ত আশা
প্রিয়াঙ্কা দাস
মধুময় জ্যোৎস্নায় তুমি এলে একাকিনী,
ঘরে-বাইরে তখন আলো- আঁধারির উথালপাতাল খেলা...
এরই মাঝে মেঘবালিকা তোমার আসন্ন পদধ্বনি শুনি...
আগুন রঙা শাড়িতে নূপুর পরা কালো পায়ের জলছবি এঁকে দিলে এই মত্ত বাউলের হৃদয়- কুটিরে...
হাসনুহানার সুগন্ধিতে ধুয়ে দিলে তার দহন জ্বালা...
বেশ তো ছিলাম আপন খেয়ালে স্তব্ধ ভীড়ের কোলাহলে,
তবুও অচেতনের মত মেতে উঠলাম তোমার সাথে জীবনের এক্কা- দোক্কা খেলার আসরে...
ধূসর ধূলায় মাখা এ নগর কেবল নিয়ে যেতে চায় মৃত্যুর জোয়ার ভাটায়...
আর আমি আরবার পথ ভুলে হারিয়ে যাই চোরাবালির শুষ্কতায়...
তুমি পারবে মেঘবালিকা!
তোমার সিক্ত আঁচলের প্রেমাবেগে আমায় ভিজিয়ে দিতে?
আমার এই আনমনা মনটিকে তোমার মৃদুমধুভাসে ভুলিয়ে রাখতে?
এবং একুশ
God bless u Priyanka...khuuuubbb sundor...
উত্তরমুছুন