ক্ষতস্থানে পরীরা আসে
অনুপম দাশশর্মা
অজস্র চাহিদার ঘরে একে একে ইচ্ছেপূরণের কলসী
ভ'রে উঠলেও কার্যত বন্দী হয় ওঠে
বেশিরভাগ ব্যর্থ সঞ্চয়
যা ছিল অন্তর্ক্ষতের প্রতিষেধক
তাই মলিন সামিয়ানার তলায়
অসুন্দর মুখে দেখা দেয় আর..
গালের সামনেই থেমে যায়
উপোসী চুম্বন
শরীর কি ঝর্ণাস্রোতে ভাল ঘুমায়..
আলিঙ্গনের রেশ যতক্ষণ
ততক্ষনই বেহায়া শরম
উপত্যকায় নগ্নতায় মুখর
দূরে দেখা যায় সংঘর্ষের প্রচ্ছায়া
চলতে ফিরতে সাক্ষী থাকে
রক্ত, ঘাম ও বেদনা
মাঝে ফিরে আসে কিছু পরীরা
তাঁরা প্রলেপ দেয় ক্ষতস্থানে
চলার পথে সাময়িক,
প্রয়োজনেই
অজস্র চাহিদার ঘরে একে একে ইচ্ছেপূরণের কলসী
ভ'রে উঠলেও কার্যত বন্দী হয় ওঠে
বেশিরভাগ ব্যর্থ সঞ্চয়
যা ছিল অন্তর্ক্ষতের প্রতিষেধক
তাই মলিন সামিয়ানার তলায়
অসুন্দর মুখে দেখা দেয় আর..
গালের সামনেই থেমে যায়
উপোসী চুম্বন
শরীর কি ঝর্ণাস্রোতে ভাল ঘুমায়..
আলিঙ্গনের রেশ যতক্ষণ
ততক্ষনই বেহায়া শরম
উপত্যকায় নগ্নতায় মুখর
দূরে দেখা যায় সংঘর্ষের প্রচ্ছায়া
চলতে ফিরতে সাক্ষী থাকে
রক্ত, ঘাম ও বেদনা
মাঝে ফিরে আসে কিছু পরীরা
তাঁরা প্রলেপ দেয় ক্ষতস্থানে
চলার পথে সাময়িক,
প্রয়োজনেই
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন