বুধবার, ১ এপ্রিল, ২০১৫

কবিতাঃ তন্ময় গুপ্ত

নীরব সত্য
তন্ময় গুপ্ত



মেঘ আবরনে ঢাকিল আকাশ,
সুদূর প্রসারী নভজলরাশি
বাতায়ন পাশে আমিও একাকী
তৃণ উদ্যানে সে প্রতিধ্বনি ।
ফেনিল সলিল এক হতে চায়
বারিদ সিন্ধু হয়ে নির্ভয়
সমুদ্র চিল আকুল কুলায়
একা খুঁজে ফিরে কোনও আশ্রয় ।
সহসা উষ্ণ আমার কপোল
আমিও চকিত এ নহে স্বপন
ধূমায়িত কাপ, সোনালী তরল

নীরব সত্যে জীবন যাপন ।





এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন