আশ্রয়
শিবলী শাহেদ
সন্ধ্যার আশ্রয়েই বড় হয় পরাজিত আত্মারা।
আপাতত আমরা সন্ধ্যাকেই ভালবেসেছি।
সকাল কিংবা রাত
আরো কোনো প্রগাঢ় দিনলিপির বার্তা শোনাক
আমি দিকে দিকে সন্ধ্যার নামে উৎসব লাগিয়ে দেব।
তারপর তোমার ভেতর ভেঙ্গে খান খান হয়ে যাব নিজেই।
তুমি বলবে— হাজারো সারস উড়ে গেছে দিকচক্রবালে, এইবার বুকে নামো।
পতঙ্গবিরোধী শ্লোগানে আমি নেমে গেলাম।
এই নেমে যাওয়াকে পতন ভেবে যদি ভ্রম হয় তোমার
তবে জেনে রেখো আমি অতলের দোসর
সন্ধ্যার আশ্রয়ে বড় হয়েছি এতকাল....
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন