বুধবার, ১ এপ্রিল, ২০১৫

কবিতাঃ দর্শনা বসু

হয়তো...
দর্শনা বসু


ছায়াপথের ওপারে হয়তো
তোমার আমার দেখা হয়ে যাবে আবার,
কোনো এক অপার্থিব অবকাশে।
তারাদের মুগ্ধ চোখের ইশারা
কেড়ে নেবে সবটুকু জড়তা।
ফিসফিসিয়ে আদর করবে অধীর সময়।
তোমার চোখের চকমকিতে
ঝলসে উঠবে আশ্চর্য বৈভব।
আর আমার একমুঠো সম্মোহিত সমর্পণে
ভেঙে পড়বে তামাটে ফসিল প্রাচীর।








এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন