বুধবার, ১ এপ্রিল, ২০১৫

কবিতাঃ শমীক জয় সেনগুপ্ত

আমার ২১
শমীক জয় সেনগুপ্ত



তোকে নিয়ে আগুন বাসর ছেড়ে,
বৃষ্টি ভেজা ছাতিম হতে পারি।
হেঁটে গেলেই বিঁধছে পায়ে কাঁটা-
ডাকছে পিছে ২১ ফেব্রুয়ারি।

তোর সঙ্গে আমার যত ভাষা
হেঁটে বেড়ায় শরীর থেকে মনে,
আঁজলা জলে তাদের চোখে ঠোঁটে-
ঠোঁট ছোঁয়াবো চুমুর নিমন্ত্রণে।








এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন