সেলফি
স্বপ্নের ফেরিওয়ালা
দীর্ঘকাল অতিক্রান্তে দুরূহ কোনে
আগাছা জন্মিছে,
তবুও পর্দা ঢাকা মনাঞ্চল নিকানো হয়নি l
আলো বাতাস ফিরে যায় বারে বার,
অনধিকার প্রবেশে জাত যায় l
রুদ্ধ মনে যদি আলো লাগে,
শুদ্ধ বাতাস যদি প্রাণে !
উথাল পাথাল মনে ক্ষিণ আশা,
বাতাস লাগুক মনে, ছুঁয়ে যাক
কোন থেকে দুরূহ কোনে l
বলে বলুক কুলটা,
খুলুক মনের জানালাটা l
নিকিয়ে যাক বৃষ্টির ছাঁট
আর ঝড়ো বাতাস -
একাকিনী কামিনীর অঞ্চল l
চূর্ণ বাঁধা, পূর্ণ মায়া
আজ কেবলি সিক্ত বাসনা l
আমিত্বে তৃপ্ত হোক
মৌনতা ছিন্নে, এক পশলা বর্ষনে
অপরূপা প্রতিবিম্বে ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন