সোমবার, ১ জুন, ২০১৫

স্বপন দেব



এখন বলো
স্বপন দেব



এখন বলো আমার কাছ থেকে এতদিন
পূর্ব-প্রেম কেন লুকিয়েছিলে, মাঝরাতে
অসহ্য বুকের বেদনা, ক্লাস টেনের ভূগোলের
নম্বর, কেন লুকিয়েছিলে সিঁড়িভাঙ্গা শ্রম আর
প্রেমের ব্যর্থতা, ভর দুপুরের অপমান,
চাকরি ছেড়ে দেওয়ার কথা বলোনি কেন?
ভেবেছিলে ছেড়ে যাবো, কষ্ট পাবো, ভয় পাবো ?
ভেবেছিলে আক্রোশে মাড়াতে যাব সারা পৃথিবীকে,
ভেবেছিলে ভেঙে যাব আত্মকরুণায় !
হিরণ্যস্তব্ধতায় রক্তের লোহিত কণায়
এইমাত্র মিশে গেল পত্রঝরনের হাহাকার। এসো, পাশে বোস
এবার আমাকে কথা দাও আমাকে ছুঁয়ে থাকবে,
যতদিন না আমি চলে যাই অন্য নীহারিকায়

বলো আর কোন দিন কিচ্ছু লুকোবেনা……

















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন