নৈশপ্রহরী
পলাশ কুমার পাল
চাঁদের পাহারায়,
অপেক্ষ-মনে
রাতের চৌকিদার হয়ে উঠি-
তিল তিল করে
মুঠোতে রাত ভাঁজ করি;
আর ছুঁড়ে দিই
খোলা জানলার
চোখে
ঘুমহীন ফাটলে।
চোখবোজা সুখী
ঘুমের কবরের পাশে
নিস্তব্ধ গাছ
হয়ে উঠি-
আসমানে শত শত
আগ্নেয়গিরি
মরে যাওয়া বুকে
মোমবাতি।
গলা মোমে
শিকড় ভিজিয়ে
সূর্যের
অপেক্ষায় জাগি।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন