অতএব, বিদায়
নীলিমা...
অঞ্জন বর্মন
অতএব, বিদায় নীলিমা।
চাঁদের বুক থেকে ছিঁড়ে নিলাম তোমার নাম
ছড়িয়ে দিলাম সমুদ্রে
আর একটা অনিকেত একটা স্থির চোখে দেখলাম
ঢেউ থেকে ঢেউ এর ফেনশীর্ষে
তোমার নিরন্তর হারিয়ে যাওয়া|
সমস্ত আকাশ এখন কালো মেঘে ঢাকা।
আরাকান ঈগল এর দল তাদের তীক্ষ্ণ নখে
ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে সমস্ত সাদা মেঘ-
বেদনারা এক্ষুনি ঝরে পড়বে অনিত্যবর্ষণে|
আর উদ্দাম হাওয়ার দাপটে আকাশ এর নীল ওড়নাটা
হু হু করে উড়বে|
ওরাও জানে যে তুমি ক্রমশ হারিয়ে যাচ্ছ নীলিমা
আমার হৃদয় ও আকাশ থেকে।
মুছে যাচ্ছে তোমার ভিজে অস্তিত্বের সমস্ত বকুলফুল
আমার বাগানের বুক থেকে…
অতএব,
বিদায় নীলিমা...
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন