সোমবার, ১ জুন, ২০১৫

মনোজিৎ কুমার দাস

মেঘবালিকা তুমি যৌবনবতী হও
মনোজিৎ কুমার দাস



মেঘবালিকা তুমি যৌবনবতী হও,
তুমি তোমার যৌবনের চ্ছলতায়
সিক্ত করো উষর জমিনকে।

মেঘবালিকা তুমি মেঘবতী হও,
মেঘের আলয় থেকে নেমে এসো
রৌদ্রে কাঠফাটা অহল্যাভূমিতে।

মেঘবালিকা তুমি যৌবনবতী হও,
ফটিক জল ফটিক জল বলে ডাকে চাতক
আকাশের সিঁড়ি বেয়ে নেমে এসো   

মেঘবালিকা তুমি মেঘবতী হও,
তোমার কাজল কালো চোখের
জলের ধারায় মহুয়া বনের

যৌবনবতী নারীরা মেঘবতী হোক।















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন