সোমবার, ১ জুন, ২০১৫

সুকমল

কর্পোরেটায়ন
সুকমল



ডটকমের খোঁচায় ঘটকরা আগেই নিশ্চিহ্ন
বিয়ের ফুল ফুটলেও নেই
সেই পাড়াময় কৌতুহল
অনুষ্ঠানের দিনেও গরহাজির
অনর্থক চেঁচামেচি, হইচই, তামাশা
সবকিছুই মার্জিত

বসেনি স্মৃতিমেদুর ভিয়েন
ভাঁড়ারের কড়া ইনচার্জদের নেই প্রয়োজন
অনেক ভোজ সামলানো প্রবীণরা আজ কর্মহীণ
একটু আধটু চপ কাটলেটের আশায় ঘুরঘুর আর করেনা কেউ
গামছা কোমরে পাড়ার কেল্টু, বিল্টু, পল্টুদের
আর দেখা যায়না স্টেনলেসস্টীলের বালতী হাতে
পুঁচকেরা পায় না সুযোগ হাত পাকাতে নুন লেবু দিয়ে
নেই সেই অতিকায় খানেবালারা
তবু আজ উটকো লোকের প্রবেশ নিষেধ

‘বর এসেছে’ ‘বর এসেছে’
আওয়াজ আজ ক্ষীণ
গোলাপ আতরের চল গিয়েছে চলে
কোথায় গেলো সেই বাসরের ছড়া-রা
কোথায় গেলো ফক্কড় বৌদি, দাদারা
বিয়েবাড়িতে কর্পোরেটায়ন এলো
আবেগ গেলো
















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন