শুক্রবার, ১ জুলাই, ২০১৬

দীপ রায়




আহার সিরিজ


দীপ রায়






(১)

তৃষ্ণা


ঘিরে আছে কাকস্নান

গায়ে মেঘ লুটোপুটি I

জল দাও I গলা ভেজাই I

জ্যোস্না পাউরুটি I


(২)

কৃত্তিম


ধোঁয়াওঠা ক্যাসেরল

লা-পোলার এঁটো মুখ I

গাল ছোঁও কাঁটা-চামচ

আঙুলের অসুখ I


(৩)

উত্তাপ


নিভু আলো গ্যাসওভেন I

মৃদু ফাটল I ফিসফিস I

ঠোঁট জুড়ে বিভ্রম I

দাঁত ঢাকো কাপডিস্ I


(৪)

দিনান্তে


নিঃশ্বাসে কলহ I

ভাতে-ভাত I অজুহাত I

কব্জির কালঘাম I

বেঁচে থাক ঢিমে আঁচ I













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন