শুক্রবার, ১ জুলাই, ২০১৬

কাশীনাথ গুঁই




ফতুর
কাশীনাথ গুঁই


রোজ বিকেলবেলা,
কালো মেঘের আনাগোনা।
বৃষ্টিবিহীন একঝলক
ফতুর হওয়া হাওয়া।
যেন নির্ঘুম রাতের
এলোমেলো পা ফেলা।
অসহায় নির্বিকার মুখে
শুধুই পালিয়ে যাওয়া।













এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন