শনিবার, ১ অক্টোবর, ২০১৬

পরিতোষ মাহাতো



একান্ত একা
পরিতোষ মাহাতো



দূর্বার পৃথিবীতে আমি একা;
একান্ত একা
নির্জন পথে চলেছি আনমনে
যেন কোন মরু পথে....
ব্যস্ত প্রকৃতিও শান্ত
থেমে গেছে কোলাহল
নিস্তেজ হয়ে গেছে পৃথিবী
মৃত লাশের মতো।

ক্ষত বিক্ষত করেছ আমায়
তোমার নিষ্ঠুর হাতে
ঘৃণার তির ছুঁড়েছ আমার শূন্য বুকে
নিজেকে নিঃশেষ করেছি
তোমায় ভালোবেসে
আজ আমি একা; একান্ত একা
এই আদিগন্ত রাত্রির নির্জনে।







এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন