এক বুকে
পলাশ কুমার পাল
একবুক শব্দের বেলুন ফেটে,
কিছু শিশির ঝরছে
নক্ষত্র চুঁইয়ে...
একটা উপন্যাসী সমুদ্র-সৈকতে
নাম লেখে উপোসী আঙুল...
গরম চা'য়ে খসে খসে পরা বিস্কুটে
তবু সকাল আসে-যায়
আর প্রত্যহের বাসি-খবর...
একবুক।
একবুক জলে স্নান সেরে
সূর্যও ডোবে...
আবারও রাত।
একবুক রাতের অভিমান।
টুপ্ করে শব্দেরা দেয় ঢুব-
কম্পাসে আঁকা তরঙ্গে
তরঙ্গায়িত কথারা আবারও বেলুনে;
অ্যাস্ট্রেতে আগুন ধোঁয়া;
সিগারেট থাকে চুপ।
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন