ধূর্ত রাত
রতন সেনগুপ্ত
কয়েক লক্ষ ধূর্ত রাত মধ্যে বসে
তোমার আমার
বুকের মধ্যে আগুন জ্বেলে খাচ্ছে
মধ্যযুগ বৃষ্টি জল
শিকড় থেকে গজাচ্ছে ডালপালা
হাল দিচ্ছে সার দিচ্ছে দিচ্ছে অঢেল পানি
উপড়াবে কে
বুকের মধ্যে অন্ধ আশমানি
মগডালে আছেন যিনি জানেন তিনি
কাঁটা থাকলেও এটাই নিরাপদ
অন্ধকার কাটলে যদি হাঁটে সূর্যরথ
মাঝে মধ্যে জামাকাপড় শুকিয়ে নিলেই হল
সুখের মধ্যে অসুখ থাকে - থাক না
কয়েকটা বুলেট দিয়ে ঘুচিয়ে দেব বায়না
অন্ধকার কেটে গেলে মুখের সামনে আলো
এর চেয়ে বেঁচে থাক মৌল .... মৌল .... মৌল ...
কয়েক লক্ষ ধূর্ত রাত মধ্যে বসে
তোমার আমার
এবং একুশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন