শনিবার, ১ অক্টোবর, ২০১৬

জাফর পাঠান



গোধূলি বেলার চোর

জাফর পাঠান




মনে দিয়ে দোলা করেছে উদাস আত্মভোলা

মনের ঘরে গিয়ে দেখি- সব কপাট খোলা,

যেমন ছিলো তেমন আছে শুধু খোলা তালা

খুঁজে খুঁজে না পাওয়ার- অধীর অস্ত জ্বালা

চোখ বুজলে দেখি- লাজুক এক পল্লিবালা।



গ্রামে গিয়েছি সেই কবে দেখতে গাছপালা

কলকল কল্লোলিত কল্লোলের- নদী নালা,

প্রকৃতি দিয়ে ছাওয়া- ছনের ছাউনি চালা

হঠাৎ দেখি, তালা খোলা চোর করছে খেলা

গোধূলি তেমনই আছে, আসেনি উষা বেলা।






এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন