শনিবার, ১ অক্টোবর, ২০১৬

চয়ন



ঘেন্না 
চয়ন


ঘেন্না করছে,ঘেন্না করছে,ঘেন্না করছে। 
অল্পবিদ্যা, মধ্য মেধায় পচন ধরছে ; 
গুপ্ত অহং মারণ যজ্ঞে মন্ত্র পড়ছে । 
ঘেন্না করছে। 

সৃষ্টি দুলছে, কাপড় খুলছে চণ্ডীর রামী 
বিনিদ্র রাত, কামার্ত এই লম্পট আমি -- 
হাতের মুঠোয় শ্লথ পৌরুষ কাতরে মরছে। 
ঘেন্না করছে। 

ঘন নিঃশ্বাস, রতির সুবাস, জুগুপ্সা ঘ্রাণ, 
নাগর বাঁশির অতৃপ্ত সুর ,বিরক্ত প্রাণ -- 
আত্মরতির নির্বেদ মাখা বিন্দু ঝরছে। 
ঘেন্না করছে। 

আয় পাড়ে আয়, তোল্ না আমায় পানসিতে তোর; 
হিমেল চুমোয় অনন্ত হোক খণ্ড প্রহর ---- 
যমের দিব্যি ওষ্ঠে প্রলয় বিষাণ তুলব । 
ঘেন্না ভুলব।




এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন