মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

কৃষ্ণেন্দু ব্যানার্জী

বানভাসি সুখ 
কৃষ্ণেন্দু ব্যানার্জী 


কোনো এক রাতের 
শেষ সীমানায়
রক্তাক্ত হওয়ার আগে 
হয়তো ছুঁতে হবে 
জীবন ছাপিয়ে যাওয়া 
কিছু অনুভব 
মেঠোপথে বা আকাশের বাঁকে 
যেখানে রামধনু 
তোমায় ছুঁতে চায় 
ছবি আঁকে মন মাতায় 
স্পর্শের অপেক্ষায়। 

তুমি আসবে তাই 
এই আয়োজনে 
কূল ছাপিয়ে আছড়ে পড়েছিল 
সশব্দে 
স্বার্থপরের মতোই 
উদ্ধত কোনো এক নদী 
ছোট্ট পুকুরের গোপনীয়তা 
হয়েছিল চুরমার 
ভেসেছিল বেশ কিছু 
স্বপ্ন সংসার 

জল সরে যাওয়া 
কাদামাটির আস্তরন 
কত কথা মনে করায় 
রক্তের প্রলেপ ধূসর হয় 
মন ভিজে থাকে 
জলছাপ আরও স্পষ্ট হয়ে 
দাগ রেখে যায় 
সব হারানোর চিহ্ন থেকে যায় 

সাঁঝবাতি একাকী জ্বলতে থাকে 
ভিজে মন আলেয়ায় 
নিবিড় হতে চায় 
তোমার উপস্থিতির আয়োজনে 
জেগে থাকা শরীরের অনুভব 
জানান দেয় আদিমতার 

বন্যতার বন্যায় আরো একবার 
বানভাসি হওয়া
কোনো এক রাতের 
শেষ সীমানায় 
তোমার স্পর্শের অপেক্ষায় ।।














এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন