মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

অনুপম দাশশর্মা






বি ও তাঁর অশ্বমেধ ঘোড়া 
অনুপম দাশশর্মা




ঝড়ের খোলা পালে কিংবা ভাসানের পর ভেসে ওঠা মাতৃমুখে
যন্ত্রণার তুষে জ্বলে ওঠা, এ সবেই কবির অমরত্ব

অজস্র অক্ষর প্রতিদিন খোঁজে ক্ষতের উৎস
নিঃস্ব জনতার ক্ষুধাতুর মুখে সাহসের স্ফুলিঙ্গ
এনে দেয় কাব্যিক কলম!
অথচ হৃদয়বৃত্তির ঋতুগুলো জীবনের বিশেষ লগ্নে
সাড়া না দিলে শূন্য বিবরে বয়ে যায় উষ্ণ তরল
কবির কি দায় নেই বিপন্ন মনের কাছে
সুদামা সাজতে?

সমরেখায় থাকুক সুরক্ষিত অদম্য চাবুক
প্রতিদিন কবির নিদ্রাহীন চোখে
জীবন রুদ্ধ করা কাঁটা অবিচল,
প্রয়োজন মাপে না বিষয়
ভরা বর্ষায় কবিকেও টোকা দেয় প্রেমিকা আঁচল!
















এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন